‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় যুব দিবস ২০১৯ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অফিস প্রাঙ্গনে চারা গাছ রোপনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাদিজা আক্তার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, যুব উন্নয়ন নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম।
আলোচনা সভা শেষে বেকার যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক, সনদপত্র ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।