কিশোরগঞ্জের ইটনায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়নে, সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” শ্লোগানে ৪৮ তম জাতীয় সমবায় দিবস ও “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে যুব দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকালে সমবায় অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল ইসলাম, ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম, আওয়ামী লীগের সভাপতি হাজী ঈসমাহিল হোসেন, সমবায় অফিসার মাহফুজুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি, চন্দ্রপুর সমিতির সভাপতি নাজমুল আলম ধন মিয়া, দৈলং সমিতির সভাপতি বিনোদ দাস, ধনপুর সমিতির পিযুষ কান্তি দাস, যুব মহিলা মৌসুমী আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন কৃষি অফিসার হাজী জামাল উদ্দিন, সহকারী প্রোগ্রামার মহিবুর রহমান, বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ভূইয়া, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সোহরাব উদ্দিন ঠাকুর, কৃষকলীগ সভাপতি পরিমল সাহা, সেক্রেটারি বজলুর রহমান। অনুষ্টান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।