muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

৫ বছর পর সিরিজ জিতল উইন্ডিজ

সবশেষ সাফল্য মিলেছিল ২০১৪ সালের আগস্টে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেটে গেছে পাঁচ বছরের বেশি সময়। ক্যারিবীয়রা খেলে ফেলেছে ২২টি সিরিজ। কিন্তু পাওয়া হচ্ছিলো না সিরিজ জয়ের স্বাদ।

অবশেষে আফগানিস্তানকে বাগে পেয়ে পাঁচ বছরের অপেক্ষা মেটালো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতে জিতে ২২ বারের চেষ্টার পর সিরিজ জিতল ক্যারিবীয়রা। মাঝের ২২ সিরিজে তাদের সেরা সাফল্য ছিলো ২টি সিরিজ ড্র করা।

শনিবার লখনৌ এর একানা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৪৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে যাও প্রতিদ্বন্দ্বিতা করেছিল আফগানরা। দাঁড়াতেই পারেনি ব্যাটিংয়ে। ক্যারিবীয়দের করা ২৪৭ রানের জবাবে তারা অলআউট হয়েছে ঠিক ২০০ রানে।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রত্যাশামাফিক সংগ্রহ দাঁড় করাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রানের দেখা পেয়েছেন চার ব্যাটসম্যান। কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেনি বিধায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে তাদের ইনিংস।

ক্যারিবীয়দের পক্ষে ব্যাট হাতে নিকলাস পুরান খেলেন সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫০ বলে এই রান করেন তিনি। এছাড়া এভিন লুইস ৫৪, শাই হোপ ৪৩ ও শিমরন হেটমায়ার করেন ৩৪ রান। বাকি কেউই পারেননি দুই অঙ্কে যেতে। আফগানদের হয়ে বল হাতে ৩ উইকেট নেন নবীন উল হক।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। প্রতিরোধ গড়েন শুধুমাত্র নাজিবউল্লাহ জাদরান। তার ৬৬ বলের ৫৬ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধানই কমায়। এছাড়া রহমত শাহ ৩৩ ও মোহাম্মদ নবী করেন ৩২ রান। আফগানরা অলআউট হয় ৪৫.৪ ওভারে।

বল হাতে ৩টি করে উইকেট নেন রস্টোন চেজ, হেইডেন ওয়ালশ এবং শেলডন কটরেল।

Tags: