কিশোরগঞ্জের হোসেনপুরে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর প্রেসক্লাব ও ক্যাব সভাপতি প্রদীপ কুমার সরকার, জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সিদলা ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ব্যবসায়ী অমল চন্দ্র দেব জগাই, নরেশ চন্দ্র মোদক, রবি হোসেন, রাজন চন্দ্র মোদক
প্রমুখ।
বক্তারা ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আইনটি প্রয়োগের ফলে ভোক্তারা এখন সুফল পেতে শুরু করেছেন। তবে জনসচেতনতা বৃদ্ধিকল্পে আরো পদক্ষেপ নিতে বক্তারা সেমিনারে উল্লেখ করেন।