muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

তাড়াইলে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড

কিশোরগঞ্জের তাড়াইলে এক বখাটেকে ইভটিজিংয়ের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর বানাইল আলীম মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার দায়ে বানাইল পাড়ার মো.ইদ্রিছ মিয়ার ছেলে মো.খায়রুল মিয়া (১৮)কে ওই কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ।

তাড়াইল থানা পুলিশ ও মাদ্রাসা সূত্রে আরও জানা যায়, বখাটে খায়রুল ঢাকায় থেকে বিভিন্ন  পরিবহনে হেলপারের কাজ করতো। ইদানিং সে নিজ বাড়িতে বেকার অবস্থায় ঘুরাফেরা করতো। আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসার পিছনের একটি ব্রীজে বসে টার্গেট লাইট (অতি বেগুনি রশ্মি) দিয়ে ছাত্রীদের মুখে আলো ফেলে উত্যক্ত করছিলো। কয়েকবার নিষেধ করার পর আরোও বেপরোয়া হয়ে যায় খায়রুল। অতীষ্ট হয়ে এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা খায়রুলকে ধরে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আসে। মাদ্রাসার অধ্যক্ষের ফোন পেয়ে তাড়াইল থানার এসআই এসএম কবির সঙ্গীয় ফোর্স নিয়ে বখাটে খায়রুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। খায়রুরের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০৯ ধারায় ওই সাজা প্রদান করেন।

Tags: