গতকাল বুধবার কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার জয়সিদ্ধী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে এসএসসির ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মুক্তিযোদ্ধার কণ্ঠে সংবাদ প্রকাশ হয়।
অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামকে দ্রুত তদন্ত করে রিপোর্টে দেওয়ার নির্দেশ দেন। শিক্ষা অফিসার তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতার প্রমান পেয়ে ইউএনও নাফিসা আক্তারের নির্দেশে জয়সিদ্ধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আহমেদকে পরীক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরৎ দেওয়ার আদেশ করেন। আদেশ মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের হাতে অতিরিক্ত টাকা ফেরৎ দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও নাফিজা আক্তার জানান আমি অন্যায়কে প্রশ্রয় দেইনা। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান ধনপুর উচ্চ বিদ্যালয়ের অভিযোগটি তদন্তনাধীন আছে। অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।