স্পোর্টস ডেস্কঃ দুটি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মত এশিয়া কাপের দায়িত্ব পাওয়া বাংলাদেশ এবার বাছাইপর্বের ম্যাচগুলোও আয়োজন করবে।
২৪ ফেব্রুয়ারি থেকে পাঁচটি দল নিয়ে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক বাংলাদেশ সহ টেস্ট খেলুড়ে তিন দল ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান সরাসরি এশিয়া কাপে অংশ নিচ্ছে। গত আসরে সরাসরি অংশ নেওয়া আফগানিস্তানকেও এবার বাছাইপর্ব খেলতে হচ্ছে। তাদের সঙ্গে বাছাইপর্ব খেলবে সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং। মূল লড়াইয়ের আগে বাছাইপর্বের খেলা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরি সুজন মঙ্গলবার বিষয়গুলো নিশ্চিত করেছেন। বোর্ডের শীর্ষ কর্তার ভাষ্য, ‘আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপের মূলপর্ব শুরু হবে। এ টুর্নামেন্টটি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৬ মার্চ। সব মিলিয়ে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।`
জানা গেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচগুলো আয়োজন হবে। বাছাইপর্বের ম্যাচগুলো হবে বিকেএসপিতে।
২০১৬’র এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে করা হয়। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ২০১৮ সালের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটেই।
এদিকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া। আগামী বছর থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্বও স্টার ইন্ডিয়াকে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।