muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

নাটোরে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

নাটোরে বাবা হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এই রায় ঘোষণা করেন। এসময় আসামী মুনসুর আদালতে উপস্থিত ছিলেন।

নাটোর জজকোটের অতিরক্তি পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ লালপুর উপজেলার শোভ ঠাকুরপাড়া এলাকায় পিতা ঘুঘু আলীর সাথে সবজি বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল দিয়ে পিতা ঘুঘু আলীকে হত্যা করে ছেলে মুনসুর আলী। এ ঘটনায় নিহত ঘুঘু আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে ভাতিজা মুনসুর আলীর নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার ছেলে মুনসুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Tags: