muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে লবণকাণ্ডে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

গালিব মাহমুদ পাশা জানান, বেশি দামে লবণ বিক্রি হচ্ছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি বিপণন আইন- ২০১৮ অনুযায়ী জেলা শহরের বড় বাজারের ব্যবসায়ী অজয় সাহাকে ১ লাখ টাকা এবং সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর কিছুক্ষণ আগে বাজার মনিটরিং করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এসময় তিনি জানান, দেশে লবণের উৎপাদন, সরবরাহ, পরিবহন ও মজুদ স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তিরোধে মাইকিং করা হয়েছে এবং বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

গুজব রটানোকারীদের ধরিয়ে দিতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান।

Tags: