muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে শহীদ আশফাকুস সামাদের শাহাদত বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের করিমগঞ্জের বীর উত্তম শহীদ লে: আবু মুইন মুহাম্মদ আশফাকুস সামাদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০নভেম্বর) বিকেলে করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় ও করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি শেখ আবুল মনসুর লনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেছবাউদ্দিন, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা মোমিন আলী, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা শিব শংকর সরকার, বীর মুক্তিযোদ্ধা মেহেদী উল আলম, সাবেক থানা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আ:ছাত্তার, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফালু মিয়া, সাবেক থানা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো:শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল আমিন, সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার, মো: নাদিম তালুকদার প্রমুখ। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত ১৯৭১ সালের ২০ নভেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জে সম্মুখ যুদ্ধে শহীদ হন করিমগঞ্জের সতেরদরিয়া গ্রামের কৃতি সন্তান লে. আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীরউত্তম ।

Tags: