কিশোরগঞ্জ জেলা প্রসাশকের আয়োজনে সন্ধা সাড়ে ছয়টায় জেলা কালেক্টরেট সম্মেলন কেন্দ্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার নিমিত্তে ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময়সভা করেছে জেলা প্রশাসন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার), র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার শোভন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কাদির মিয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাবেয়া আক্তার।
অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ্ আল মাসউদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের উপপরিচালক ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি পরিতোষ পাল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, পুরানথানা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লায়েক আলী, কাচারি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আঃ খালেক, নারীনেত্রী বিলকিস বেগম, বাজার কর্মকর্তা শিখা বেগম, জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াার সাংবাদিকবৃন্দ।