muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সড়ক আইন শিথিল করার ইঙ্গিত

সড়ক পরিবহন আইন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির দীর্ঘ বৈঠক শেষে তিনি বলেন, বিআরটিএ’র দূর্বলতার কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সমস্য হচ্ছে। এ কারণে সড়ক আইন বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, অ্যাকশন প্ল্যান তৈরিসহ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে চার সচিবের নেতৃত্বে চারটি উপকমিটি গঠন করা হয়েছে। তারা সড়ক পরিবহন আইন বাস্তবায়ন নিয়ে কাজ করবে। আগামী দুই মাসের মধ্যে অ্যাকশন প্ল্যান ও সুপারিশসহ  প্রতিবেদন জমা দেবে। পরবর্তী টাস্কফোর্স কমিটির সভায় তা উপস্থাপন করা হবে। বৈঠকে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

‘‘বিশেষ করে সড়কের নিরাপত্তা আনতে ১১১টি সুপারিশ বাস্তবায়নে এই কমিটি করা হয়েছে। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বিআরটিএর বিরাজমান দূর্বলতা দূর করে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে।

Tags: