লাইফস্টাইল ডেস্কঃ নাদুসনুদুস বাচ্চা মানেই স্বাস্থ্য ভাল। এমন ধারণা নিয়েই বাঁচতে ভালবাসেন বাঙালিরা। তবে বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন ব্যাপারটা মোটেও এ রকম নয়।
আপনার সন্তান শিশুকাল পেরিয়ে বয়ঃসন্ধির দিকে এগোলেই খেয়াল রাখুন ওর ওজনের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইউনিভার্সিটির গবেষক জোসেফ কিন্ডলার জানাচ্ছেন, পেশিবহুল শরীরে অতিরিক্ত ফ্যাট জমলে ক্ষতি হতে পারে হাড়ের। ফলে দুর্বল হয়ে পড়তে পারে আপনার সন্তান।
কিন্ডলার জানাচ্ছেন আমাদের বেড়ে ওঠার সময় হাড়ের বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে পেশির সবলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত মোটা হয়ে গেলে হাড়ের ওপর উল্টো প্রভাব পড়ে। মোটা ছেলে মেয়েদের শরীর পেশিবহুল হওয়ায় আমরা ভাবি তাদের হাড়ের জোর বেশি। কিন্তু ওবেসিটি হলে পেশিতে ফ্যাট জমা হয়। যা হাড়ের বৃদ্ধি ও সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়ায়।
কারেন্ট ওপিনিয়ন ইন এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।
তথ্য সূত্র- আনব্দবাজার