মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ধর্মের ভুল ব্যাখ্যায় মানুষদের মধ্যে বিভেদ তৈরি হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মাজার মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায়। তিনি বলেন, নবী রাসুলগণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে কিছু ধর্মান্ধ উগ্রপন্থির আচরণে সারাবিশ্ব জুড়ে ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। দেশের কল্যাণ ও শান্তির লক্ষ্যে সকলকে কাজ করতে আহ্বান জানান প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সম্পাদক এডভোকেট এ এম আমিন উদ্দিন।