কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুমন মিয়া হত্যা মামলায় রাজীব ওরফে বুলবুল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার মামলার একমাত্র আসামি রাজীব উরফে বুলবুলের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাজীব পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোনাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, চরটেকি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে সুমন ও রাজীব ঘনিষ্ট বন্ধু ছিলেন। ২০১৫ সালের ৬ জুলাই রাতে রাজীব তার বন্ধু সুমনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে শ্বাসরোধ হত্যা করে। ঘটনার দুইদিন পর সুমনের লাশ আসামির চাচা আমির উদ্দিনের বাথরুমের ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার ছয়দিন পর ২০১৫ সালের ১২ জুলাই নিহতের মা শিউলী আক্তার বাদী হয়ে রাজীবের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৬ সালের ১৮ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।