muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

জানা গেলো আইএসের টুপির রহস্য

হলি আর্টিজান মামলার রায়ের পর আদালত প্রাঙ্গনে আইএস টুপি পরিহিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান।

ইসলামিক স্টেটের (আইএস) মনোগ্রাম সম্বলিত টুপি আদালত প্রাঙ্গণে লোকজনের ভিড়ের মধ্যে কেউ একজন তাকে দিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন রাকিবুল হাসান ওরফে রিগ্যান (২২)।

মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এরপর সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান জানতে চান, কে দিয়েছে? রিগ্যান বলেন, চিনি না।

তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? রিগ্যান বলেন, কালেমা শাহাদাত লেখা ছিল, ভালো লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলেন, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে পরেছে।

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বিল্ডিং’ জঙ্গি আস্তানার মামলায় চার্জশিটভুক্ত ১০ আসামির মধ্যে রিগ্যানও আসামি। ওই মামলায় রিগ্যানসহ সাত আসামিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নিচতলায় হাজতখানায় এনে রাখা হয়। পরে দুপুর ১২টার দিকে হাজতখানা থেকে আসামিদের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় রায় প্রদানকারী ওই ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ট্রাইব্যুনালেই এ মামলা বিচারাধীন।

প্রসঙ্গত, কল্যাণপুরে ‘জাহাজ বিল্ডিং’ জঙ্গি অস্তানার এ মামলায় গত ১১ এপ্রিল পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৮ জুলাই ট্রাইব্যুনাল চার্জশিট আমলে নিয়ে পলাতক আজাদুল কবিরাজের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এরপর গত ২৮ অক্টোবর ওই আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত।

এ মামলার অপর আট আসামি হলেন, রাকিবুল হাসান রিগ্যান (২১), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), হাদিসুর রহমান সাগর (৪০), আবদুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আবদুর রউফ প্রধান (৬৩) ও নব্য জেএমবির অধ্যাত্মিক নেতা সংগঠনটির একাংশের আমির মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০)।  তাদের মধ্যে রিগ্যান, র‌্যাশ, সাগর, মামুন, খালেদ ও সবুর খান গুলশানের হলি আর্টিজান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

Tags: