muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মালদ্বীপ ‘৬’, বাংলাদেশ ২৫৫!

৯ বছর পর সাউথ এশিয়ান গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। নেপালে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ইভেন্টে একর পর এক জয় নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেট দল। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছেন সালমারা।

পোখারায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ওভারে ২৫৫ রান করে। বিস্ফোরক ব্যাটিংয়ের পর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬ রানে মালদ্বীপকে গুড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

নিগার সুলতানা ও ফারজনা হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৫৫ রানের বিশাল রানের পাহাড় গড়ে। নিগার ৬৫ বলে ১৪টি চার, ৩টি ছয়ের মারে ১১৩ রান করেন। অপর দিকে কোনো ছয়ের মার ছাড়াই মাত্র ৫৩ বলে ২০টি চারের মারে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফারজানা হক।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সালমা খাতুন ও ঋতু মণি নেন তিনটি করে উইকেট। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সালমারা।

Tags: