muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে ভুয়া ডাক্তারকে ১ মাসের কারাদন্ড

বরগুনার আমতলীতে ভুয়া ডাক্তারি সার্টিফিকেট দিয়ে মানুষের চিকিৎসা করার অপরাধে মো.জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা ও ১মাসের কারাদন্ড কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন  তাকে এ দন্ডাদেশ দেন। আটক জসিম উদ্দিন আমতলী উপজেলার গোলবুলিয়া গ্রামের বাসিন্দা। 

আমতলী থানার ওসি আবুল বাশার জানান, জসিম উদ্দিন কোন ডাক্তারী বৈধ সনদ নেই। তারপরও নামের আগে ডাক্তার লিখে আমতলী উপজেলার গাজীপুর বাজারে সাইন বোর্ড ঝুলিয়ে বিভিন্ন মানুষের চিকিৎসা দিয়ে থাকেন। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৮ এর ডিএডি রইস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আজ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০হাজার টাকা জরিমানা ও ১মাসের কারাদন্ডাদেশ দেন।

Tags: