কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” শ্লোগানে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতি বার সকালে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিপিএম, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাশেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ঈসমাহিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মহিবুর রহমান প্রমুখ। পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।