কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ জিপি বিজয় শংকর রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদউল্লাহ, সাবেক সিভিল সার্জন ডাঃ দ্বীন মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যড. আতাউর রহমান, বুদ্ধিজীবি অ্যড. নাসির উদ্দিন ফারুকী, সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করীম অমি, জেলা ক্যাব সভাপতি আলম সারওয়ার টিটু, সাবেক মেয়র নূরুল ইসলাম নূরু, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, সাবেক পুলিশ কর্মকর্তা সামছুল কবীর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনাসভা ও মসজিদে দোয়া করা হয়েছে ।