muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে এক বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে এক জুতার কারিগরের বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

মাইজপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মাখন (২০) অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত আব্দুস সবুর খানের ছেলে আলফাজ (৫০) এর সাথে তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলিয়া আসিতেছে।

উক্ত বিরোধের জেরধরে বুধবার বিকেলে আলফাজের নেতৃত্বে একই গ্রামের শামীম (৩০), সারোয়ার (৩৫), পারভেজ (২৮) ও সবুজ (৪৫) সহ বহিরাগত প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্রাদী নিয়ে মাখনের বাড়ীতে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীরা মাখনের বাড়ীর আঙ্গিনায় রোপিত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছপালা কেটে ব্যাপক ক্ষতি করে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীদের আঘাতে মাখনের মা হামিদা (৫৫) ও বোন নাদিরা (৩০) আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

Tags: