জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় একটি ম্যাচ আয়োজনের মাধ্যমে গুজরাটের মোরাতায় নব সাজে সজ্জিত এক লাখ দশ হাজার ধারণক্ষম সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করার ইচ্ছা সৌরভ গাঙ্গুলীদের।
অনেকদিন ধরেই ভারতীয় মিডিয়ার সৌজন্যে এসব কথা শোনা যাচ্ছিল। সেই বিশেষ আয়োজনের বিশ্ব তারকা সমৃদ্ধ অপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, একটি ম্যাচ আয়োজনে বিসিসিআই ইতোমধ্যেই তাদের আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।
বিসিবি সভাপতির ভাষায়, ‘এটা সত্যি যে, তারা একটি প্রস্তাব দিয়েছে। তবে এখনো সেটা আনুষ্ঠানিক নয়। এখন পর্যন্ত বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিসিসিআই জানিয়েছে, সিরিজের আগে স্টেডিয়ামটি প্রস্তুত হলে তারা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে একটি ম্যাচ আয়োজন করতে চায়।’
বিসিসিআই যুগ্ম-সচিব জয়েশ জর্জের উদ্ধৃতি দিয়ে ভারতের বেশে কয়েকটি পত্রিকার খবরে বলা হয়েছে- এ সিরিজে পাকিস্তানের কোন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হবে না এবং অধিনায়ক বিরাট কোহলিসহ ভারতের বর্তমান জাতীয় দলের পাঁচ ক্রিকেটার এশিয়া একাদশের হয়ে খেলবে। এ বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, ‘এ ধরনের কিছু এখনো আলোচনা হয়নি। ম্যাচটি হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে। সুতরাং যাদের পাওয়া যাবে তারা খেলবে। পাকিস্তানী খেলোয়াড়রা খেলবে না- এমন কিছু আমি বলিনি।’