muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পৌরসভা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে

ershad

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, পৌরসভা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে।

আজ রবিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এরশাদ বলেন, সংবাদপত্রে পড়লাম, পাঁচ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কিন্তু আমার তো মনে হয়, এই নির্বাচনে সব কেন্দ্রকেই ঝুকিপূর্ণ।
ঢাকা মহানগর দক্ষিণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, সাইফুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দ আবু হোসেন বাবলার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং জহিরুল আলম রুবেলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরশাদ বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতজনকে ফোন করে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি, তার হিসেব নেই। এই নির্বাচন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নিশ্চিত হতে পারলে মনে একটু শান্তি পেতাম। নিশ্চিন্ত হতে পারতাম।
এ নির্বাচন কেমন হবে তা আল্লাহই ভালো জানেন বলেও মন্তব্য করেন এরশাদ।

Tags: