প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বদলি আদেশ দেয়া হয়।
তিনি চলতি বছরের শুরুতে অর্থাৎ ৩০ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক (ডিজি) হিসাবে যোগদান করেছিলেন।
ড. এ এফ এম মঞ্জুর কাদিরের জন্মস্থান রংপুরে। তিনি রংপুর কারমাইমেল কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। পড়ালেখা শেষ করে ১৯৮৮ সালে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। পরে চাকরিরত অবস্থায় ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তিনি পাবনায় জেলা প্রশাসক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, লোক প্রশাসনের অধিদপ্তরের পরিচালক, জাতীয় গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।