কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হকের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মো. মকবুল হোসেন, সাবেক যুবলীগ সভাপতি এম এ হালিম প্রমুখ।
স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।