এবারের বিশেষ বিপিএলে ক্যারিবিয়ান দানবের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। গেইলের বিশ্রামের ঘোষণা আর চুক্তির অংক নিয়ে মতৈনক্যের কারণে সৃষ্ট সমস্যার সমাধান অবশ্য দ্রুতই হয়েছে। অবশেষে বিপিএলের শেষদিকে বাংলাদেশে দেখা যাবে ক্রিস গেইলকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আগামীকাল সোমবার সকালে ঢাকায় পা রাখতে যাচ্ছেন ‘দ্য ইউনিভার্স বস’। গেইল আসার আগেই অবশ্য টুর্নামেন্টের শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম।
বিপিএলের সফলতম বিদেশি ব্যাটসম্যান গেইল। ৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে করেছেন ১ হাজার ৩৩৮ রান। সর্বাধিক ৫ সেঞ্চুরির রেকর্ডও তার। ২০১৭ সালের ফাইনালে রেকর্ড ১৮ ছক্কা মেরে ১৬৪ রানের দানবীয় ইনিংস খেলা গেইলের দ্বারাই সম্ভব। চলতি বঙ্গবন্ধু বিপিএলের ইতিমধ্যেই ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট পর্ব শেষ হয়ে গেছে। আগামী ৭ জানুয়ারি শেষবারের মতো ঢাকায় ফিরছে বিপিএল। গেইলের দলের চ্যলেঞ্জ এখন প্রাথমিক পর্বে সেরা দুইয়ে থেকে ফাইনালে ওঠা।
উল্লেখ্য, বিপিএল শুরুর আগে ক্রিস গেইল বলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে চুক্তি নিয়ে তিনি কিছুই জানেন না! ওই সময় তিনি বিশ্রামের ঘোষণা দেন। এরপর দলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দুই পক্ষের আলোচনা শেষে গেইল বিপিএলের শেষের দিকে আসতে রাজী হন। এবার টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের আগমনে দর্শকরা গ্যালারির দিকে মুখ ফেরাবেন বলে আশা করছেন আয়োজকরা। গেইল মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। ক্রিকেটবিশ্বে এত বড় বিনোদনদায়ী ক্রিকেটার আর নেই।