muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

অবসরের চিন্তা করছেন এবি ডি ভিলিয়ার্স!

Ab-de-villiars
স্পোর্টস ডেস্কঃ সুস্থ ও শতভাগ ফিট থেকে আরও কয়েক বছর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে ‘সার্ভিস’ দেওয়ার ইচ্ছা এবি ভিলিয়ার্সের। এ জন্য নিজের উপর থেকে চাপ কমিয়ে নেওয়ার চিন্তা করছেন বিশ্বসেরা এ ক্রিকেটার।

সোমবার ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শুরু আগে টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘এখানে চারপাশে উড়ন্ত গুজব ছড়িয়ে পরছে! কিন্তু শেষ দুই বা তিন বছরে আমি শুধু আমাকে নিয়ে ভাবছি। কিভাবে নিজেকে আরও প্রাণবন্ত রাখা যায় সেই চেষ্টা করছি। বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করছি।’

ভিলিয়ার্স আরও বলেন,‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিকেট খেলাটা উপভোগ করা। ক্যাম্পে অনেক কিছু আলোচনা হচ্ছে। মনে হচ্ছে আমাকে সব ফরম্যাটের ক্রিকেট খেলা উচিত নয়!’

সোমবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় এক পত্রিকা ভিলিয়ার্সের অবসর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পর সাদা জার্সি উঠিয়ে রাখবেন ভিলিয়ার্স! সোমবার টেস্টের আগে ক্রিকেটের কোন ফরম্যাট থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন ভিলিয়ার্স তা স্পষ্ট করে বলেননি।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে নিজের ‘অভ্যক্তির’ কথা জানিয়েছেন ভিলিয়ার্স। ভিলিয়ার্সের ভাষ্য,‘আইপিএলে যদি আমি সবগুলো ম্যাচ খেলি শেষদিকে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। এটা নিয়ে কিছুদিন ধরে ভাবছি। নিজেকে প্রানবন্ত ও সতেজ রেখে ক্রিকেট খেলাটা উপভোগ করতে চাই। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। এখনো সেই চিন্তার কোনো পরিবর্তন হয়নি।’

ভিলিয়ার্সের উপরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট উইকেট কিপিংয়ের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আগে উইকেট কিপিং করে পরে ব্যাটিংয়ে নামেন ডানহাতি এ ব্যাটসম্যান। রোববার তার ব্যাট থেকে আসে ৪৯ রান।

২০১৫ সালের সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব পাওয়া এবি ডি ভিলিয়ার্স আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তৃতীয় ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান।

Tags: