স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পুলিশের সঙ্গে গোয়েন্দারাও মাঠে নেমেছেন। আশা করা হচ্ছে, ধর্ষক শিগগিরই ধরা পড়বে।
সোমবার বিকেলে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বেশকিছু আলামত সংগ্রহ করেছে। পুলিশ, সিআইডি এবং গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে। তারা ধর্ষককে ধরতে প্রযুক্তি এবং ম্যানুয়াল সব ধরনের মাধ্যমে কাজ করছেন। আগে অপরাধীকে শনাক্ত করা হবে। এর পর তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের অনেক অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনেছেন এবং সেগুলোর বিষয়ে করণীয় ঠিক করতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার পুলিশের সব ধরনের যৌক্তিক দাবি মেনে নেয়ার পক্ষে। পুলিশের উন্নয়নে সব ধরনের কাজ করে যাচ্ছে সরকার। পুলিশ সপ্তাহে যেসব দাবি জানানো হয়েছিল তা দ্রুত পূরণে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।