কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুদিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক কর্মসুচীর আওতায় মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত শিশুমেলায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী অফিসার কাউসার আজিজ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক, কুলিয়ারচর উপজেলার মহিলা ভাইস চেযারম্যান সাইদা খানম মুক্তা। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা,সংগীত, নৃত্য, অভিনয়, অভিনয়, যেমন খুশি তেমন সাজো ও মহিলাদের জন্য বালিশখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলার উদ্দেশ্য হলো বিভিন্ন বিষয়ে শিশুদের প্রতিভা অন্বেষণ করা, মান সম্মত শিক্ষা,যৌতুক বাল্য বিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধ করা। মেলার আয়োজনে ছিলেন কিশোরগঞ্জ জেলা তথ্য অফিস। সহযোগিতায় ছিলেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জ জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক জানিয়েছেন শিশু মেলাটি ৮ জানুয়ারি পর্যন্ত চলবে।