কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাতল বাঘহাটা স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হলো মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প। মঙ্গলবার সাকলে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। ৪ টি স্কুলের ৩০ জন বালক অংশ নিচ্ছে এই প্রশিক্ষণ ক্যাম্পে। কোচের দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ জেলা দলের ক্রিকেট কোচ মোঃ আশরাফ উদ্দিন স্বপন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চতল বাঘহাটা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নুরুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন।