প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজবে কান দেবেন না। তথ্য যাচাই-বাছাই না করা পর্যন্ত শেয়ার দেবেন না। এতে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি ও ব্যক্তির ক্ষতি হয়।
বুধবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় বাংলাদেশ ডিজিটাল দিবস ২০২০ সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাটন টিপে ‘আমার সরকার’ অ্যাপের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছিলাম এটা আজ বাস্তব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে ১৫ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে প্রযুক্তিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।