সমাজসেবা অধিদফতর, ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদফতর পুরস্কার পাওয়ায় কিশোরগঞ্জ জেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সরকারী শিশু বালকে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags: