মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জের শহরতলীর বত্রিশ এলাকায় নাশকতার পরিকল্পনা করার সময় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ পাঁচ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃত অন্য চারজন হলেন- শিবির নেতা মনজুরুল ইসলাম, আলী হোসেন খান, খায়রুল ইসলাম ও ফায়জুল ইসলাম।
পুলিশ জানায়, শহরের বত্রিশ বিলপাড়া এলাকায় একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তারা। সেখানে বসেই তারা নাশকতা করার ছক তৈরি করছিল। পুলিশ তাদের বৈঠক চলাকালে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি বই, পোস্টার , লিফলেট, ব্যানার, সিডি ও কম্পিউটার জব্দ করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা করা হচ্ছে।
বাড়ির মালিক আক্কাস আলী মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, ‘পড়াশোনা করার কথা বলে তারা প্রায় দেড় বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিল। কিন্তু এরকম পরিকল্পনার ছক তারা করছিল আমরা বুঝতে পারিনি।
স্টাফ রিপোর্টারঃ রুমন চক্রবর্তী।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-১২-১৫ইং/নিঝুম