জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগণনায় নানা কর্মসূচি পালন করা শুরু করেছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন। করিমগঞ্জ উপজেলা কমপ্লেক্স গেইট ক্ষণগণনার ঘড়ি স্থাপন স্থাপন করা হয়েছে।
১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ‘কাউন্ট ডাউন’ ঘড়ি উদ্বোধন করেছেন। এ উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রসাশনিক ভবনকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খাঁন আওলাদ, বিশেষ অতিথি করিমগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান প্রবীন রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, করিমগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির সস্বপন ভান্ডারি, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মতিউর রহমান ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী , করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহ্বায়ক সাংবাদিক মোঃ আব্দুল জলিল, যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান টুকু প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব ককরেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।