muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আইসিইউ থেকে পাটমন্ত্রীকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

মন্ত্রীর সহকারী একান্ত সচিব এমদাদুল হক জানান, রোববার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হবে। তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়েছে।

একান্ত সচিব শনিবার রাতে এক বার্তায় জানান, ১৫ দিন আগে অসুস্থ হলে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে নেয়া হয়। শনিবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

তিনি জানান, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

Tags: