‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্তর থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয়।
বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, মোসলেহ উদ্দিন খান, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি এমএ হালিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, জেলা ছাত্র লীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত শুভ প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।