muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শাহেদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার আয়োজন করে শাহেদল ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাহবুবুল হক।

প্রধান শিক্ষক মো.নজরুল ইসলামের পরিচালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো.শাহজাহান ভূইয়া, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল কাইয়ুম খান, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক দিদারুল হক রাসেল প্রমূখ।

এসময় প্রধান শিক্ষক শহীদুজ্জামান ফয়েজ, রুহুল আমীন, মর্জিনা বেগম, আসাদুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: