muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় তামাকজাত দ্রব্য ধ্বংস

বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের নির্দেশক্রমে বূধবার সকালে কিশোরগঞ্জের ইটনা বড়বাজারে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার মানব দেহের ক্ষতিকর তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। ইটনা উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক আনিসুর রহমান ভূঞা এসব ক্ষতিকর তামাক জাত দ্রব্যাদি জব্দ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তারের উপস্থিতিতে জব্দকৃত তামাক জাত দ্রব্য আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আবু হাসনাত সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোঃ উজ্জল মিয়া, অফিস সহায়ক মোঃ শেখ ফরিদ প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার তার কার্যালয়ে নিরাপদ খাদ্য আইনে ২ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন।

Tags: