muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

দাবি মেনে নির্বাচন পেছাল ইসি, ভোট ১ ফেব্রুয়ারি

আসন্ন ঢাকা সিটি নির্বাচন পিছিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচনের তারিখ পিছিয়ে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ‌্যায় বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনির্ধারিত বৈঠক বসেন নির্বাচন কমিশন। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে নামাজের বিরতিতে যায় ইসি। পরে আবারো বৈঠক করে এই সিদ্ধান্ত জানায় ইসি।

সিইসি নূরুল হুদা বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পরীক্ষার তারিখ পেছালে সমস্যা হবে কিনা। তারা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও স্বরস্বতী পূজা একই দিনে হওয়ায় ভোটের তারিখ পেছানোর দাবি ওঠে। ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই দাবিতে আমরণ অনশনে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডাকসুসহ বিভিন্ন সংগঠন। সমর্থন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও।

Tags: