মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাত পোহালেই দেশের ২৩৪ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ পৌরসভার কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সামগ্রী পাঠানো শুরু হয়। পৌরসভার ২৬টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী গ্রহণ করেন। প্রেরিত ভোটের সামগ্রীর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল মোহরসহ অন্যান্য সামগ্রী। ভোটের সামগ্রী প্রেরণকালে রিটার্নিং কর্মকর্তা কাজী আবেদ হোসেনসহ জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলার অন্যান্য পৌরসভা করিমগঞ্জ, হোসেনপুর, কয়িাদি, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবে নির্বাচন উপলক্ষে ভোট সামগ্রী প্রেরণ চলছে।
স্টাফ রিপোর্টারঃ রুমন চক্রবর্তী।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১২-২০১৫ইং/নিঝুম