একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার পূর্ণাঙ্গ এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি’র সূচি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল মার্চে। তবে বিসিবি আগেই জানিয়েছিল এগিয়ে আসছে সিরিজটি। শেষ পর্যন্ত তাই হলো।
১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। দুই দিন বিশ্রাম নিয়ে দুই দিনের ( ১৮-১৯ ফেব্রুয়ারি) একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আবার দুই দিনের বিরতি দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে একমাত্র টেস্টে মুখোমুখি হবে ২২ ফেব্রুয়ারি।
এরপর চট্টগ্রামে উড়াল দেবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে ম্যাচ খেলবে তারা। সবকয়টি ওয়ানডেই দিবা-রাত্রির, অনুষ্ঠিত হবে নগরির জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আবার ঢাকায় ফিরবে উভয় দল। শেরে-ই-বাংলায় ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি খেলে শেষ হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই। পরের দিন দেশে ফেরার জন্য রওনা হবে জিম্বাবুয়ে।