muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচর থানার উদ্যোগে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মুক্ত আলোচনা সভা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুয়েলারী ব্যবসায়ীদের সাথে পুলিশের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফ্রেরুয়ারী) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর থানার উদ্যোগে থানা মাঠে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ডাকাতী রোধে করনীয় ও জুয়েলারী আইন সম্পর্কে মুক্ত আলোচনা করেন প্রধান অতিথি ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু।

এ সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুলিয়ারচর বাজার স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি রঞ্জিত বনিক ও সাধারণ সম্পাদক লিটন সেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক শাহীন সুলতানা সহ উপজেলার বিভিন্ন বাজারের স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার তাজমুল করিম।

Tags: