কিশোরগঞ্জের কটিয়াদীতে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে মো. আল ইমরান (১৯) নামে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আল ইমরান করগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, গ্রেপ্তার আল ইমরান দুবছর আগে এসএসসি পরীক্ষা দিলেও পাস করতে পারেনি। তবে সে তথ্য প্রযুক্তিতে খুব দক্ষ। গত বছর এসএসসি পরীক্ষার সময় একই কায়দায় ভুয়া প্রশ্নপত্র বেচে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল। দীর্ঘদিন ধরে দীর্ঘ দিন ধরে ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং প্রতারণামূলকভাবে অর্থের বিনিময়ে সরবরাহ করত।
তিনি জানান, এবার এসএসসি পরীক্ষা শুরুর আগে তিনি পরীক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে সে। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।