কিশোরগঞ্জের ঐতিহাসিক আল জামিয়াতুল এমদাদিয়ার মহাপরিচালক (মুহতমিম) ও শহীদী মসজিদের খতিব ছিলেন সদ্য প্রয়াত আল্লাম আযহার আলী আনোয়ার শাহ রহ.।তাঁর মৃত্যুর পর সোমবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ায় মজলিসে শুরা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম (প্রিন্সিপাল)) ও ঐতিহাসিক শহীদি মসজিদের মোতাওয়াল্লী হিসাবে দায়িত্ব পেলেন মাওলানা শাব্বির আহমাদ রশিদ।
বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু সাংবাদিদের এসব তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। নতুন নিয়োগ প্রাপ্ত মুহতামিম আল্লামা শাব্বির আহমাদ রশিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক এ শিক্ষা প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিমের (ভাইস প্রিন্সিপাল) দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ-এর ভাই।
এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিবের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল এমদাদিয়ার মুহাদ্দিস শুয়াইব বিন আব্দুর রউফ। পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন আল্লামা আনোয়ার শাহ রহ.-এর ছেলে মাওলানা আঞ্জার শাহ তানিম।