কিশোরগঞ্জে হাওর অঞ্চলবাসী কেন্দ্রীয় ইউনিট ও পরিবেশ রক্ষা মঞ্চ পরম এর যৌথ আয়োজনে নদী, হাওর ও পরিবেশ বিষয়ক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মৃতপ্রায় নরসুন্দা নদী পুনরুদ্ধার : জনপ্রত্যাশা ও বাস্তবতা এবং হাওর অঞ্চলের চলমান ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষাকে প্রতিপাদ্য বিষয় করে ৭ ফেব্রুয়ারী শুক্রবার, পৌর মহিলা মহাবিদ্যালয়ে সকাল থেকে হতে দিনব্যাপী এই কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। দিনব্যাপী কারিগরি সেমিনার অধিবেশনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার প্রস্তত কমিটির আহবায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। বক্তব্য রাখেন হাওর অঞ্চলবাসী ঢাকার প্রধান সমন্বয়ক হাওর বিশেষজ্ঞ ড.হালিম দাদ খান।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খালেকুজ্জামান, অনুপম মাহমুদ, ড. সৈয়দ আলী আযহার, সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, কাস্মির রেজা ও অধ্যাপক মোতাহার হোসেন।
প্রশ্নোত্তর পর্বে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর আব্দুল গনি মিয়া, বিএমএর কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, বিডি চ্রানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ,হাওর অঞ্চলবাসী কিশোরগঞ্জ এর প্রধান সমন্বয়ক আলহাজ্জ মোঃ মেহের উদ্দিন, শিল্পী আবুল কালাম, নাট্যব্যক্তিত্ব হারুন-আল-রশিদ, পরিবেশ রক্ষা মঞ্চের সদস্য প্রদীপ কুমার বর্মন, সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল, হাবিবুর রহমান, তানজিনা নাজনিন ও আবু শামস মজুমদারসহ জেলার তেরটি উপজেলা হতে আগত বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
মুক্ত আলোচনায় বক্তাগন বলেন, নরসুন্দা নদীর নাব্যতা ও প্রবাহ ফিরিয়ে আনতে হোসেনপুর উপজেলার ব্রম্মপুত্র নদীর কাওনা বাধ ভেঙ্গে পরিকল্পিতভাবে ব্রীজ নির্মান করার দাবী জানান। সেইসাথে শহরের নরসুন্দায় দখলকৃত সকল স্থাপনা উচ্ছেদ করে নদীর নিজস্ব গতিধারা বজায় রাখতে খনন কাজের উর্দৃত মাটি অন্যত সরিয়ে তার গতিপথ সুগম করার পরামর্শ প্রদান করেন।
পরে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ ও জেলার ১৩ টি উপজেলা হতে আগত নদী, হাওর ও পরিবেশবাদীগণ নরসুন্দার তীরে মানব-বন্ধন কর্মসুচি পালন করা হয়।