muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

ড. ইউনূসের বিরুদ্ধে ১০৭ মামলা

কর্মীদের বকেয়া পরিশোধ না করায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এ পর্যন্ত ১০৭টি মামলা হয়েছে। যার মধ্যে সাবেক কর্মীদের ১৪ ও বর্তমান কর্মীদের ৯৩টি মামলা রয়েছে। ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান কর্মীরা মামলাগুলো করেছেন। সবশেষ গত রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১৭টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা।

সবগুলো মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে ড. ইউনূসকে আসামি করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানকেও এসব মামলায় আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ মামলার বিষয় নিশ্চিত করে বলেন, মামলাগুলোর শুনানির জন্য আদালত আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছেন।

ড. ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৭টি মামলা হয়েছে বলে শুনেছি। আইনগতভাবে এসব মামলা মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমের মুনাফা হয়েছে ৪ হাজার ৭৪ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৪০ টাকা। যার ৫ শতাংশ, অর্থাৎ ২০৪ কোটি টাকা কর্মীদের মধ্যে সমানভাবে বণ্টন করে দেওয়ার বিধান থাকলেও তা করা হয়নি।

Tags: