muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশ-ভারতের খেলোয়াড়দের হাতাহাতি তদন্ত করবে আইসিসি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর অতিরিক্ত উদযাপন করে বাংলাদেশ। সেটা নিয়ে এক পর্যায়ে ভারতের খেলোয়াড়দের সঙ্গে কয়েক দফা হাতাহাতিও হয়।  বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতের মিডিয়া। এমনকী ভালোভাবে নেননি ভারত যুব দলের অধিনায়ক প্রিয়াম গার্গ। এবার আইসিসিও বিষয়টি নিয়ে মাথা ঘামাল। বাংলাদেশ-ভারতের খেলোয়াড়দের হাতাহাতির বিষয়টি তারা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে আজ সোমবার।

বিষয়টি দৃষ্টি এড়ায়টি ম্যাচ রেফারি গ্রায়েম লাবোরির। তিনি তার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন। অবশ্য আইসিসি এখনো এ বিষয়ে কোনো প্রেস রিলিস দেয়নি। তবে অচিরেই দিবে সেটা অনুমেয়।

ল্যাবোরি বলেছেন, ‘পুরো ঘটনার ভিডিও আছে। ভিডিও বিশ্লেষণ করে সবকিছু দেখা যাবে।’

Tags: