কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর রেল স্টেশন থেকে তিনটি টিকিটসহ দুজন টিকিট কালোবাজারিকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান চৌধুরী।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মীরেরগাঁও এলাকার মো. শামু মিয়ার ছেলে মো. আলাল মিয়া (৩০) ও নরসিংদী জেলার সদর উপজেলার গাবতলী এলাকার মো. জসিম উদ্দিন (৬০)।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, দুপুরে জেলার বাজিতপুর থানার সরারচর রেল স্টেশন এলাকায় কতিপয় টিকেট কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করছে। সংবাদ পেয়ে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরীদের নেতৃত্বে একটি দল স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় কালোবাজারে টিকিট বিক্রি করায় ওই দুই জনকে আটক করা হয়।