কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় দায়ের করা ব্যবসায়ী হাবিল ব্যাপারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুলবাড়ীয়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩৯), মৃত জয়নাল আবেদীনের ছেলে গোলাম সরোয়ার (৪০) ও কোটচাঁদপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে আনিছুজ্জামান (৫৪)। রায় ঘোষণার সময় সরোয়ার এবং আনিছুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের রাস্তার ডোবা (শান্তিডাঙ্গা এলাকা) থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলায় তার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা লাশ উদ্ধার করে পুলিশ। এই এঘটনায় ইবি থানার এস আই নজরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশিট দেয় পুলিশ। সেখানে হত্যার মোটিভ সম্পর্কে উল্লেখ করা হয়, আসামী আনিসুজ্জামান আনিছ, রবিউল ইসলাম ও গোলাম সরোয়ার সরু জামালপুর জেলার বাসিন্দা নিহত বাদাম ব্যবসায়ী হবিল ব্যাপারীর ১লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের বাদাম আত্মসাতের লক্ষ্যে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে দ:বি: ৩০২/৩৪ধারার অপরাধ সংগঠিত করেছে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলি (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া ইবি থানার এই হত্যা মামলাটিতে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় হত্যা দায়ে যাবজ্জীন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।