হাওড়ের একমাত্র ফসল বোর ধান আগাম বন্যার হাত থেকে রক্ষায় নির্মানাধীন বাধেঁর কাজ দ্রুত শেষ করার সরকারী নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী উপজেলার সবকটি ফসল রক্ষা বাধেঁর কাজ প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে শুরু করা হয়। বুধবার সকালে বড়িবাড়ি, বাদলা, মৃগা, ও ইটনা সদর ইউনিয়নের ফসল রক্ষা বাধেঁর কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী একেএম শফিকুল হক। তিনি নির্মানাধীন বাধেঁর কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ও অসম্পন্ন বাধেঁর কাজ ফেব্রুয়ারি মাসে সম্পন্ন করার জন্য প্রকল্পের সভাপতিদের পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন পাউবির উপ বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল ইসলাম, বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ভুইয়া, সচিব সাইফুল ইসলাম, মৃগা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম দুলাল, ইটনা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।